প্রভাতের চোখে জল; সেকি দুঃখে কেবল!
মোহে বা মুগ্ধতায়, দৃষ্টির দ্রোহে,
সুখের ক্লান্তিতে সেও
এমনই সময়ের সুতীব্র স্রোতে,
চোখে চোখ রেখে,
প্রভাতের চোখ যদি জলে ভরে যায়,
ভুল বুঝো না।
পাছে চলে যেতে বলে সাঁড়সের ডানা।
অজেয় বিদায়…
অথবা প্রভাতী রাগ আর না বাজে।
মেনে নিতে নিতে,
প্রভাতেই জোড়া চোখ ভাসে যদি বন্যায়,
ভুল বুঝো না।
তার চেয়ে ঢের ভালো, এসো বসে কিছুক্ষণ,
সুখের স্বপ্ন দেখি।
তোমাদের পাশে বসে, যদি বলি সুখের অসুখ।
ভুল বোঝা ঠিক হবে না।
জেনো তাকে ভুল বোঝা মানা।
এখানেই সাদা সাঁড়সের, ভাঙে ডানা।
সাদা সাঁড়স, সাদা থাকে না।
আরও পড়ুন – >>> বালিহাঁস প্রেম
No Comments