আমি আজ গাইলে সে গান তুমিই আমায় মন্দ বলো,
সেদিনের গল্প শোনাই বলতে তুমি গিটার ধরো।
একবার গাইলে না হয় আমার হয়ে,
গাও না, গাও না সে গান, গাও না তুমি-
আমাদের চলতি সময়, সময় যখন যাচ্ছে বয়ে!
সামনেই বধ্যভূমি, তুমি আমি যাচ্ছি ক্ষয়ে!
সেই গান শোনাও না হয়, যে গানের গোধূলিতে
বিদায়ের পরেও তুমি অকারণ বিদায় দিতে;
হৃদয়ের পাড়েও হৃদয় পারত তখন চিনতে ঠিক-ই।
সে গানের কথা ও সুর পাল্টে দিলে
আজো কি চিনতে পারো?
আজ তুমি ঝড় হয়ে যাও? ও গানের মন্দ কবি
তোমার কাছেও মন্দ বড়ো!
সেই গান কে লিখেছে খুঁজতে তুমি হৃদয় খোঁড়ো!
এ সময় হাত পেতে নেয় পরের দুয়ার।
জোয়ারের গান শুনিয়ে সময় খোঁজে সময় শুশুক।
ও কি আর আমায় মানায়?
যে সময় গান গেয়ে যায়, যে সময় কেবল পেছায়,
যে সময় দেখতে নারাজ, চক্ষু বোঁজে- কে আছে
হাত ধরে তার দাঁড়াবে শেষ ঠিকানায়?
এমন এক পিছল সময়, যখন তুমি
কান্না হয়ে দোলনা দোলো,
সে গানে কান্না পেলে আমায় কেন মন্দ বলো?
এছাড়াও দেখুন: তনুশ্রী
No Comments