গানও আকাশ ছোঁয়, সুবিশাল আকাশের তলে গান,
গানের আকাশ, ধরা-ছোঁয়া যায় না দু’টোই।
তবে তো মিথ্যে বলেনি মন।
জানা মন, সবজান্তা তুমি
যা-ই বল, ছন্দ হয়ে যায়।
অন্ধকারে অন্ধ ও মন
গন্ধ নাকি পাওনা তুমি, আকাশনীলার নীলের?
কবিতাও বৃষ্টি হয়ে যায়, একই রকম ঝড়ে
কলম এবং নীলাম্বরীর চোখে।
মিথ্যে বলেনি মন, জানা মন, সবজান্তা তুমি,
যা বল তাই দ্বন্দ্ব রেখে যায়।
গান কি আবার হয় নাকি গো আকাশ
কবিতা কি বৃষ্টি হয়ে হঠাৎ ঝরে পড়ে ?
সৃষ্টি ছাড়া দৃষ্টি দিয়ে সাজাও ছড়া অদ্ভুতড়ে মিলের,
গন্ধ নাকি পাওনা তুমি আকাশনীলার নীলের ?
আরও পড়ুন – >>> এখন ইচ্ছে করছে
No Comments