কোন এক না-ভালো থাকা দিনে বইখানা পড়েছিলাম।
বই কিম্বা লেখকের নাম কোনটাই কখনো বলবো না।
পড়তে পড়তে এ বিষয়ক কথাগুলোই হচ্ছিল যে, ইদানিং
কোন এক-অনন্য অস্তিত্বের সুগন্ধ টের পাই আমিও।
কে কখন কার সাথে কথা কয়!
কাকে যে কখন পড়ে মনে!
অথচ লেখকতো মৃত; অথচ তার ফিরে আসার
কোন সম্ভবনাও এখন আর নেই।
কেন যেন তার সাথে কথা বলছি, কথা বলছি অনর্গল!
কথা কেউ বলবে না অথচ আমি লিখছি!
No Comments