আবদ্ধ কুঠুরিতে নয়, যে সমস্ত অসমতল নিবাসে পৈত্রিক
কিম্বা ত্রিমাত্রিক সুগন্ধী চুঁইয়ে পড়ে
কেন জানি না তাদের সাথে মৃত্যুরও আছে নিবিঢ় যোগাযোগ।
অর্থাৎ ব্যক্তিগতভাবে যে কেউই সচরাচর সেখানে
মরে যেতে চাইবেন।
সিদ্ধান্ত এই যে, মাতৃ কি পিতৃভূমিতে আছে আমৃত্যু
অমরাবতীর সিঁড়ি।
অথচ একদা পিতা তার পৈত্রিক নিবাস হতে স্বেচ্ছায়, পর-ইচ্ছায়, প্রয়োজনে, অপ্রয়োজনে অথবা
মিশ্র কারণে নির্বাসন নিয়েছিলেন অথবা হয়তো
তিনিও নির্বাসিতই ছিলেন।
এবং তখন পূর্বপুরুষদের অনেকেই পূণ্যভূমিকে
এমনই অযোগ্য বলে ভেবেছিলেন যে, বিনামূল্যে ভূমিদানে
তাদেরও পূণ্য-ই হয়েছিল।
বিগতযৌবনা সন্তান নিয়ে ক্লান্ত পিতা
সুদীর্ঘদিন মুখ ফিরে না তাকানোর পর সসন্তানে আমি
আজ পিতৃভূূমির অভাবে কাঁদতে বসেছি।
আমাদের অমরাবতীর সিঁড়ি এখন পেন্ডুলাম এবং সিঁড়িখানা যথার্থই ঝুলছে।
No Comments