ধরিত্রীর ক্ষুদ্র বীর পেয়েছে জীবন, নীল সে শিশু,
নীল উৎপল বেড়ে ওঠে
আঁচলের নীলাভ ছায়ায়। দিনে দিনে বেঁধে নেয় অদৃশ্য বাঁধনে,
বেড়ি বাঁধে আঁচলের মায়া; ব্যথা পায় চরণে চরণে।
দীপজ্বলা মুখে জ্বলে যায় চোখের কাজল,
খুঁজে নেয় সুখ: সে আঁচলে, শান্ত নীড়ে- আশ্রিত যুবক।
ধীরে ধীরে গড়ে ওঠে সখ্য, অনেকেরই ইচ্ছা ছিলো
সময়ের স্রোত এনে দিক আঁচল- বিজয়।
ভীষণ আঁচল মেলে কর্মী জীবন,
মাঝে মাঝে বসে থাকে কীট কি কমোলে, অবশেষে অবসান–
দিয়ে যায় পৃথিবীকে সব সঞ্চয়, চিরতরে জিতে যায় আঁচল প্রণয়।
আরো পড়ুন: হিসাব মেলেনি
1 Comment