রূপালি ধানক্ষেত, উড়ন্ত বলাকারা নামুক-
জোনাকির মতো ওরাও নামুক ধানক্ষেতে।
নুয়ে পড়া ধান, আছে তার অধিকার:
বলাকার মতো ধবল, নিষ্পাপ, নির্মল,
চরণ ছোঁবার।
বলাকার আছে খুব বেশি ওড়বার তাড়া।
নক্ষত্রেরও তাড়া আছে নিজস্ব আবাসে যাবার!
কেন আকাশ শুধু, মাটি নয় কেন?
মাটিও আবাস হোক সুদীর্ঘ সময়।
আমাদের চোখজুড়ে আছে,
আমাদের চোখজুড়ে থাক আলো-মাখা দেবশিশুগণ,
তার মাঝে আকাশপটের দ্বীপ…
একান্ত আপন বলাকা দুটি-
আমিও তাদের মতো উড়ে যেতে চাই নক্ষত্রের দেশে-
আমারও বেজায় তাড়া বলাকা হবার!
এত নির্মল, এত নিষ্পাপ কীভাবে গো হতে হয়?
এই অবন্ধু পৃথিবীর বুক কীভাবে আপন করে,
কীভাবে অমন সুখী হওয়া যায়?
বলাকার মতো দেবশিশুগণ বলুন, “কী এমন
রহস্য আছে-
জীবনের অথবা যাপনের?
কীভাবে, আমিও বলাকা হবো?”
আরো পড়ুন: মন মনের কথা বলছে
1 Comment