কেঁদো না অন্তর, জনক হও, এ সময়ে
একটা করে আগুন দলা দাও। দেখো,
তোমার শরীর থেকে ঝরে গেছে পালকের রাশি
ঝরা সে পাতার মতো।
ওরা তাকিয়ে আছে তোমার চোখে।
আমি বলেছি উড়ে যেতে বাতাসের সাথে, দূরে…।
একটা করে আগুন দলা দাও, বুকের ক্ষতস্থানে
ভরে দাও প্রেম, সযতনে…
মরে যাওয়ার আগে ওরা ভষ্ম হোক,
নতুবা জলে জলে শেষ হোক
কোনো অগ্নিস্ফুলিঙ্গের শেষ চুম্বন বিনা।
আগুন দলা দাও।
যতোদূর যাবে ভষ্ম করে যাক,
আজন্ম লালিত লোভ, ক্ষুধা,
ক্রমাগত বিভীষিকা, বিভীষিকা শান্ত করে দিয়ে
যখন ফিরে যাবে, বাতাসকে বলে দিয়ো,
“অধুনা পালক তোমাকে মেনেছি বীর,
অধুনা পালক তুমি কোন কাপুরুষ নও।
ওদের একটা করে আগুন দলা দাও।
নতুন পালক গায়ে, সময়ের ডাকে, ঝরে যেতে হবে,
একটি বাগান সাজাবো বলে বলে দিয়ে যাবো,
যার যার মতো আগুন তুলে নিতে।
1 Comment