কালের রাবণ আমি।
স্বার্থক তোমার দ্বন্দ্ব যুদ্ধ আহ্বান।
বিস্মিত প্রতিবিশ্বের সাথে
করেছিলে কোন অঙ্গীকার তুমি,
বিধাতা, ভুলে গেছো কি!
যতোদূর মনে পড়ে যোদ্ধা-ই আমি,
তোমার হাতেই আমার ভাগ্যরেখা।
আদি ও অনাদি,
ভূত ও ভবিষ্যৎ,
জয় ও পরাজয় কোনো শব্দ তোমার জন্য নয়;
বিজয়–আমার মরণে।
চলো, আর একবার মরি, আরো একবার মরি,
ক্ষণে ক্ষণে মৃত্যুর সাথে– যুদ্ধই করি!
আরো একবার মরি।
আর কোনো অন্যথা নেই,
পালাবার পথ নেই, পথ নেই এড়িয়ে যাবার।
অনশনের ভিত্তি নেই, না বলবার ফুরসৎ নেই…
প্রার্থনা শোনো শুধু:
অনন্ত তরবারি তোমার বিধাতা রাখো কিংখাবে।
আমাকে তোমার পদাঘাতে মরতেই দাও।
এছাড়াও দেখুন: আমার মাত্র সতেরো
No Comments