রূপ তার আগুন যে বরাবর! খুব বেশি আগুনেও
পুড়েছিলো কেউ।
নদীকুল কাকঠাঁই পুড়ে পুড়ে চর পোষা বুকে
রূপ নদী হারিয়েছে ঢেউ।
হয়তো জগতে আছে ক্ষতহীন চাঁদ,
বোধহীন মানুষের ভীড় নেই:
নিজ চোখে সে সকল দেখা যেনো হলো না এবার।
যে সকল রূপ হলে ইলিশের পিঠ তাকে বলে:
সে সকল রূপকথা, সে সকল হাহাকার
সকলের সবকিছু থাকে না।
ও সকল কবিতা যে নয়-অকবির ভাগ্য লিখন। শোনো
খুব বেশি কবিতায় করোটিও মগ্ন যখন
ঘোর লাগা মানুষের মতো সকালের সূর্যকে সেও
অযথাই স্থির দ্যাখে! বোঝে না সে
সকালের করোটিতে আঁধার যে নেই! ভুলে যায়,
“মানুষেরা আয়নাকে ছাড়া, চোখ দিয়ে কখনোই
করোটি দ্যাখে না।”
No Comments