সাত থেকে সতেরো, সতেরো থেকে সত্তর
কত কী যে যায় আসে, অথবা কিছুই আসে যায় না!
এক-ই অনন্ত, হায়!, অনন্ত মানেও এক,
এ কুহেলিকা চোখে ভাসে, অথবা ভাসে না।
জীবন অথবা মৃত্যু, রহস্য, প্রকাশিত দিবালোক,
কবি সব ভালোবাসে।
অজস্র মৃত্যুর সামনে, অসংখ্য পলাতকের মাঝে
পালাতে যারা চায়: তারা তা পারে না!
পালানো কি সাজে?
আমার দাসখত আমিতো দেখিনি চোখে।
মাযাবী জমিন তো, কতো কিছু জানে!
সংলগ্ন জীবনে, কতো না বোধের আনাগোনা!
হয়তো আমাকে তারা মানুষ বলেনি–
সত্য বটে দুয়ার চিনিনা আমি
যে দুয়ারে সাত সতেরো বাধা।
স্বাধীনতা এবং পরাধীনতার গোলাম কীভাবে জানবে
মনিব কাকে বলে?
এছাড়াও দেখুন: সকলেই ডানা ভাঙে
No Comments