খাঁচা তোর তুই নিয়ে যা! মমি করে রাখ,
কোনোকালে খাঁচা যদি হয়ে ওঠে বুক-
জানাস।
কথা দিলাম,
‘দ্বাবিংশ শতাব্দীতেও কোনো তির বুক তোর ছোঁবে না!’
এমনি এ খাঁচা: যথেষ্ট বিলাসী সে নয়,
মমতার রেশ এতে লেগে নেই, কালজয়ী জোৎস্নায়ও
এ প্রাচীর ছিঁড়ে-ফুঁড়ে ফোটে না বিভাস। খাঁচা!
জেনে রাখ,
“বুক সর্বপরি ‘সত্য’ ও ‘বিতর্কিত’।’’
আয়,
আয় ফুঁকে দিই ‘জীবন সুখের জ্বালা!
একখানা জ্বালামুখী ‘বুক’ নিয়ে যা…
No Comments