ডায়াসে, অনেকেই রমণী হলেন, অনেকেই নারী হলেন।
অনেকেই পোড়া ট্রয় পোড়াতে আবার, হেলেন হলেন।
কেউ কেউ নতুন নতুন মাদাম কুরি, ফ্লোরেন্স নাইটিঙ্গেল,
নতুন মাদার তেরেসাও হলেন!
আজ এই অফুরান বক্তৃতার উদার ডায়াসে দাঁড়িয়ে!
গড়াগড়ি গেল কতশত স্বাধীন ভাষণ,
গড়াগড়ি গেল কত বিদ্রোহ; বীরাঙ্গনার কাছে শিখে
স্বাধীনতা; কতজন পারলেন নতুন কাঁকন বিবি হতে?
তবু শাপ দেয়া বন্ধ হোক। জানুন, আমিও
শোষিত, দুর্বল, দুঃখে কাতর। আমিও
দরদী শাসক চাই।
আমিও বিচার চাই প্রতিটি অন্যায়ে।
আমিও এ শৃঙ্খলিত সমাজের বাইরে নই ;
আমার মা, বোন,
বৈধ প্রিয়তমা: সকলেই আছেন।
অনেক রমণী আমাকে বন্ধু বলেন। তবু…
অযথা বিরক্তির চাষ করে যারা,
তাদের বেলায় আমি, নিশ্চুপ নই।
কেউ কেউ দু’আনা কাজে ষোলো আনা চাইছেন।
কেউ অন্দরে, কেউ সদরে, সজোরে ঠেলে, গলার জোড়ে,
রক্তে বা অভিমানে, কেঁদে বা কাঁদিয়ে, ছলনায়,
কেউ কেউ সৌন্দর্য দিয়ে হলেও নতুন নতুন প্রতিভা,
দেখান! অনেকেই এসব বিক্রির ব্যবসাও খুলেছেন।
তোমাদের যৌবন নিয়ে আজ যারা খেলা করে,
বিকিকিনি পসরায় রঙিন বিকেল সাজায়।
তোমাদের বিশেষ বিশেষত্বে যাদের আজ বিশেষ সুযোগ,
তাদের ভোগের ফাঁদে; আর তুমি পা রেখো না ।
আমার কাছেতো তুমি চিরন্তন প্রিয় মুখ; আকাক্সিক্ষত মানুষ,
অন্যরূপ চিনতে আমি শিখিনি।
আরো জানুন: ঘ্রাণ
1 Comment