প্রতিক্ষণে মৃত্যুর হাত ধরে দেখি
জীবনের প্রতিদিন,
অনাাগত সকালের আহ্বান শুনি,
শুনি সীমাহীন সুখের অদূর বারতা যেন।
জীবন মৃত্যুর জোড় এখানে বাস্তব
পৃথিবীর অস্তিত্ব প্রবল যতোটাই ।
শব্দহীন হাসি হেসে এখানে মৃত্যু দাঁড়ায় দুয়ারে।
তোমার আমার সাথে মরে যাবে
পৃথিবীর চিহ্ন সকল,
পৃথিবী ভড়বে কবরে কবরে,
ভড়েগেলে পৃথিবীর বুক
পৃথিবীর কবর কোথায় হবে?
কবর থেকে লাশেদের নিশ্চিহ্ন করে
পৃথিবী কি তবে নিজের কবর খুঁড়ে নেবে?
আরও পড়ুন – >>> শেকড়ের সন্ধানে
No Comments