তোমায় উপহার দেবো বলে এ কবিতা লেখা,
এ অতি ক্ষুদ্র উপহার,
মূল্যস্ফীতির বাজারে এর মূল্য কম নাও হতে পারে।
যদিও আমার বাস্তবিক গুরুত্বের তুলনায়, বরাবর বেশি।
তোমার কাছে আমি, ছেঁড়া কাগজটাও যে নই !
কবি নয় আমার কবিতা
তোমায় স্পর্শ করুক।
আমার কবিতা তোমার গোলাপী ঠোঁটের
স্পর্শ যদি পায়,
আমার জমানো সব সুখ বিলিয়ে দেবো অকাতরে।
সচরাচর,
আমার কষ্টগুলোর ভাগ হতে দিই না আমি, তবু
তোমার জন্য আমার ভালোবাসা যদি
তোমার অপছন্দ হয়, বেশ তো দেবো না তা-ও।
একদিন আমার একাকিত্ব তোমাকে উপহার দেবো,
তুমি নেবে তো?
No Comments