আবার গঙ্গাফড়িংয়ের ভেসে চলা জীবনস্রোতের টানে আমরাও,
বুকের ভেতর গোলাপী ফুসফুস ভরে বাতাস নেবো।
আবার স্বাধীন হবো।
আবারো।
কেননা এইসব মহামারী আহাজারির নয়,
এইসব মহামারী কেবলই স্রোত,
আমরা আসিনি স্রোতে ভেসে যাবো বলে।
অল্প কিছুকাল,
সময়ের চাপে এখনো অক্ষত এই বেদুইন দল
একদিন, মিশে যাবে নীরবতায়,
এতো ব্যস্ত কেন?
নীরবতার অনিবার্যতা মানি,
মানি হে বন্ধু, সখা, হৃদয়েষু।
তবু দেখে নিয়ো প্রসস্ত বুকে লুফে নিয়ে প্রতিটি মানুষ,
আবার বলে দেবো এ জীবন মানুষের।
হয়তো প্রজন্ম দিগন্তের খোঁজে ক্ষীণ
কুঁকড়ে যায় কখনো-সখনো,
আনা-আনা সজীবতা ফিরে আসবে বলে।
দেখে নিয়ো আমরাও, আবার স্বাধীন হবো,
আবারো।
No Comments