তোমায় পড়ছে মনে শীত শীত সন্ধ্যেবেলা।
শীত এলে চাই তুমি এবং উল।
তুমি-তুমি জীবন আমার, কিছু-কিছু পাপ-পাপ ভুল।
এখন আমার চাদর খোঁজার খায়েশ মোটে নেই।
বিড়াল-বিড়াল বিকেল এখন এগিয়ে আসার আগেই,
উলের চাদর যত্নে তুলে রাখি,
বেজায় রকম সজাগ আমি থাকি,
সন্ধ্যাবেলা খোঁজার বদল ‘না’-কে জুড়ে দেই।
জানি তুমি, আমার দখল, এখন মোটে নেই।
নেই তুমি তাই এইতো সুযোগ !
ওম পাবে আজ অন্য কোনো পর !
এখন তোমার অন্য কোনো ঘর।
এখন আমার নিজের চাদর নিজেই খোঁজার পালা।
এখন আমার নিজের চাদর নিজেই খোঁজার জ্বালা।
No Comments