কবিতার কোনো শর্ত নেই, খেতে কি পড়তে চায় না,
গাছেরও শর্ত আছে জল হাওয়ায় বাড়ে,
নতুন ঠুঁটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে
শৈশব মরে বেঁচে যায়।
কবিতার মৃত্যু আমার সাথেই হোক,
অথচ হারিয়ে যাওয়া পুরোনো কবিতাগুলি
সার হয়ে মিশে গেছে, আমার আগেই।
কবিতা, একটু দাাঁড়াও
আমিও গাছের খাদ্য হবো,
মাশরুম চাষ হবে আমাদের ভষ্মে ও
পচানো জৈব সারে।
একটু অপেক্ষা করো, একটু…।
এছাড়াও দেখুন: আত্মসমর্পণ
No Comments