(১)
সেইন্ট ভ্যালেন্টাইন স্মরণ দিবসের
নতুন নামটি আপনারা দিয়েছেন;
কেউই বলে দেননি আমি কাকে ভালোবাসব!
কীভাবে ভালোবাসব, কেন ভালোবাসব?
(২)
সে আমার ফল্গুধারার জল, স্বরস্বতী নদী,
অমর মহাকাব্যে কথকের মতো অবিকল
রক্তস্রোতে মিশে থাকা রক্তরস। ওর
কোনো রূপ আছে রঙ আছে-জানি না আমিও।
(৩)
যারা কবিতা ভালোবাসে না, আমি তাদের নই।
যারা কবিতা নয় তারা আমার নয়।
অপ্রেমিকে যুগল হয় না;
ছাড়াছাড়ি হোক।
এছাড়াও দেখুন: বিষন্ন গোহালে
No Comments