যন্ত্রণা হয় (আর্থার র্যাঁবোর মতোই)!
হেসে ওঠা কাঠপুতুলের দাঁত মেঘ হয়ে স্নায়ুর গহনে
গুরগুরু করে, বিজলীরা অল্পেই চমকায়।
জাগিয়ে তুলেও প্রেম প্রিয় ইশারায় কেন যেনো
জনমের ক্লান্তি গ্যালো না! হাই তোলা আফসোস বয়ে
খুব-ভোরে হ্যাংলোরা ঘুরঘুর করে।
যন্ত্রণা হয় (আর্থার র্যাঁবোর মতোই)!
কবি-রা তো ভাই ভাই, না?
থিয়োদর দ্যাঁ ব্যভিলর শুনুন, ‘ফিরতি চিঠির
সেই খামটাকে আমিও খুলেছি !’
কিশোর র্যাঁবোর লেখা চিঠিখানা সেই খামে স্থির নেই!
বিরহী র্যাঁবোর সাথে চলে গেছে সেও-
র্যাঁবোকেও নিয়ে গেছে অচেনা জাহাজ!
এমন বেদনাগুলো কাঁহাতক মেনে নেয়া যায়?
যন্ত্রণাগুলো আর্থার র্যাঁবোর মতোই! র্যাঁবোর মতোই!
No Comments