দুপরের বাতাসকে সাথে নিয়ে, কালো পর্দাটা দুলে ওঠো
দুলে ওঠো ইলিশের ঝাঁক।
একফালি চাঁদ, একখানি জানালা, একটি রমণী
সব কিছু মিলেমিশে
একসাথে একতালে একবার দুলে ওঠো ।
চোখ জুঁড়ে স্বপ্ন আছে, আছে মন জুঁড়ে নেশা,
আগামীতে ভেবো আগামীর আগুপিছু,
একবার দেখা দাও রোদের ঝিলিক, পিরামিড পিঠ উদ্দাম হোক
নেচে চলা কালো চুল নিয়ে
মায়াবী এ বুকে খালি গায়ে খেলুক কুমারী।
সবটকু একসাথে নিয়ে একবার দেখা দাও
একবারে মুঠোয় এসে সবটুকু রোমাঞ্চ
এইবার এঁকে দিয়ে যাও।
কর্পূর হয়ে মুহর্তে উড়ে যাবার আগেই জীবনের মোহনায় তুমি
আশার জলপ্রপাত হও।
যা কিছু হয়নি জানা একবার মূর্ছনা তোলো।
কালো পর্দা, আমার জন্য না-হয় দুলে ওঠো একবার ।
আরও পড়ুন – >>> ফণীমনসা
No Comments