চোখ মোছা শেষ হলে বলো, ওটুকু সময় তুমি
চাইলেই পেতে পারো ধার।
এর চেয়ে বেশী?
দুঃখ অপার?
অতোখানি সাগর যে সাথে নেই! নেই হাতে অতোটা সময়।
মনে আজ গতিহীন যুগ?
চেয়ে দেখো
হয়ে গেছি শামুকের ছায়া! তব্ওু চুলের রঙ থেমে নেই!
গুটানো হাতের ভাঁজে বুকে চেপে ধরেছিলে সুকঠিন হাত।
হাত দু’টো খুব বেশী চেপে আর রেখো না;
তিলে তিলে হাড়ের ভেতর জমে গ্যাছে ঘুন।
মজ্জায় অতো চাপ সয় না! এইবার নিরিবিলি যেতে দাও।
গোধূলির নাম মুখে এনো না।
তোমার সময় হলে তুমিও নাহয় দিনে দিনে জেনে নিয়ো,
‘এক চোখে একঠাঁই কতোক্ষন চেয়ে থাকা যায়।’
চোখ মোছা শেষ হলে বলো, অতোটা সময়
অনেকেই চেয়ে পায় না!
No Comments