ঋতুর প্রথম সন্তান মরেছে খরতাপে,
তবুও বাগান বিলাসীর রঙ লাল
বকুলের সৌরভ অন্তরে ছড়ানো আছে।
এভাবেই কেটে যায় দগ্ধ প্রহর।
কচি আম, কাঁঠালের জ্বালা বুকে নিয়ে
বটের ছায়ায় শুয়ে আছে গ্রামীণ রাখাল।
যুবতীর বয়ে আনা পান্তায়
কৃষকের হৃদয় জুড়ায়।
তুমি আনো ঝড়,
তুমি আসো কালে বৈশাখী সাথে নিয়ে।
ফাটা মাঠ চৌচির হয়ে আছে,
লাঙলে নতুন করে চিরে দিয়ো মাটি,
সন্ধ্যায় তাল পাখা, রূপকথা কই?
অবসরে সাথী শুধু সাদা মেঘ।
শহুরে জীবন সেও খরতাপে আছে
যান্ত্রিক হাওয়া মেপে বুঝে গেছে সেও
যন্ত্র মানুষ নয়।
তাণ্ডবে গ্রীষ্মই আসে
দুপরের ঘুম, অজানা পাখির ডাক,
বালুময় চর সাথী করে।
পোড়া চোখে সবকিছু খরতাপে পোড়ে ।
আরো পড়ুন: কেউ তাকে চেনো কি?
1 Comment