ঘুম কোনো ছেলেখেলা নয়; কালোমেম-ও যেনো-তেনো অপ্সরা নয়।
এবারে ঝলসে গেলে ঘুমঘুম কালো জলসায়- ও তনয়,
ডেকো না আমায়।
মুলত, ঘুমিয়ে গেলে আয়েশী খায়েশ থাকে।
মুলত, ঘুমিয়ে গেলে ছুটির-ই আমেজ থাকে।
মুলত,
ঘুম মানে
খুব কালো একরঙা ছুটির আভাস।
অসময়ে ঘুম কোন দায়িত্বে নেই; চেতন অতলে তবু
আনমনা মোহময়ী কালোমেম ঘুমঘর ছুঁয়ে যায়।
জেগে ওঠবার কোনোরূপ তাড়া যেনো আজ আর জেগে নেই!
স্নায়ুর গহনে ওঠা ঘুমন্ত বুদবুদ-এ
খেলা করে অকারণ প্রেম।
‘প্রেম প্রিয় অনাহারে’ ডুবে মরে প্রিয় কালোমেম।
বুঁদ হওয়া মহুয়ার ঘুমে
ডুবে গেলে বাতাবীর বন
তখন আর জাগবো না, দেখো! বাতাবীর বনে-বনে মনে-মনে
প্রকৃতির সাথে আড়ি বা অড়াল কারো চেনা নয়! তবু
অচেতন হাওয়ায় আমি-এবারে ঘুমিয়ে গেলে ডেকো না, তনয়।
ঘুমঘোর কেটে গেলে জেনো,
‘আমি আর কালোমেম একসাথে মরি, একসাথে কখনোই বাঁচি না।’
1 Comment