তিনি আমার স্বল্পপরিচিত। জানতে চাইলেন,
‘আপনি কি প্রায়শঃই ঘোরের মাঝে থাকেন?’
আমি বললাম, ‘তা বটে। মাছ থাকে জলে,
হরিণ জঙ্গলে, আমি থাকি ঘোরে।
ঘোরে আমার বিলাসী বসবাস।’
জানেন, ঘোর থাকাটা একরকমের ভালো!
বাজছে কি চুড়ির রিনঝিন
নাকি সে গাড়ির বেসুরো হর্ন,
আদুরে প্রেমিকা পেলেন
অথবা বেরসিক লাঠি; টেরই পাবে না কেউ।
ব্যথা আস্তে আস্তে সারতে থাকবে।
আস্তে আস্তে ভুলে যেতে থাকবেন আপনিও।
ততক্ষণে ব্যথাও অতীত হয়ে যাবে।
অতীতের ব্যথা শুধু মনে মনে সই!
ব্যথা টনটনে যন্ত্রণার বর্তমানে বসে
মহামারি বিষফোঁড়া মেপে কি দেখেছেন কখনো?
সত্যটা কী, ভালো আছে কেউ?
এমন ফোঁড়া কার কার হয়নি এখনো?’
আরো পড়ুন: জরুরি যুদ্ধরত
No Comments