ঠ্যাং-এর কোনো আলাদা বাংলা হয় না।
ঠ্যাং-এর কোনো স্বতন্ত্র মহিমাও নেই।
ঠ্যাং মানে পা নয়, চরণ নয়,
শাক দিয়ে মাছ ঢাকা নয়;
এ নয় কাগের ঠ্যাং বগের ঠ্যাং।
দুটো ঠ্যাং আর পদযুগলে,
দুটো ঠ্যাং দুই রাতুল চরণে: ফারাক বিস্তর।
ভালো কথা, টানলে ঠ্যাংটি ধরে
গর্ত থেকে সমুলে উঠে আসা, হাত ধরা,
যাদুর নেংটি পরা ভূতেরও অসাধ্য।
ঠ্যাং টানাটানির জগতে পদরজঃ নেই;
ঠ্যাং এর জগতে চরণধূলির চর্চা নেই।
1 Comment