ছেলেটা আমার মতো, জরুরি যুদ্ধরত।
কতশত বৈশাখী ঝড়ে ঝরাপাতা ওর;
গোনা হলো না।
যে পথে রোজ বাড়ি ফিরি, সেই পথে-
আনাড়ি ধুনুরি,
লেপতোশকের দোকানটা আগলান।
আমি তার সশব্দে তুলোধোনা শুনি।
ছেলেটা আমারই মতো যত্নে ,জরুরি
যুদ্ধটা চালিয়ে যায়।
ধুনুরির ভয়ে কাঁপে।
আনাড়ি ধুনুরি চ্যাঁচায়, যুগপৎ।
আরো পড়ুন: হলিডে
1 Comment