হে স্বঘোষিত পুণ্যাত্মা,
আমাদের কিছু প্রশ্ন আছে। জেনে রাখবেন
জড় বস্তুর মতো আজ্ঞাবাহী আমাদেরও প্রশ্ন থাকে।
আমরাও, প্রশ্ন না করে পারি না।
হে স্বঘোষিত পুণ্যাত্মা দয়া করে বলুন আমাদের
মস্তিষ্কের কোন অঞ্চল পক্ষাঘাতগ্রস্ত হলে,
নিজেকে মহামানব বলে, মনে হয়? মনে হয়
স্তাবক দল আর ক্রীতদাসের মিছিল, ন্যায্য পাওনা ?
মস্তিষ্কের কোন অঞ্চলে পক্ষাঘাত হলে,
নিজেকে মনে হয় হিমালয় সমান উঁচু ?
চালশে পড়া চোখ কখন নিজেকেই দেখে,
সম্মান আর ক্ষমতার কাঁতারে– সামনে সবার ?
হে শতাব্দীতে একবার চোখ তুলে তাকানো জঞ্জাল,
আমাদের প্রশ্নের উত্তর চাই, এক্ষণ।
কখন কেবল কখন, জনতার বুক
ছেঁড়া পাপোষ মনে হয়,
বুভুক্ষু পেটের প্রাচীরে দাঁড়িয়ে মনে হয়
নিচে পিঁপড়ার সারি,
কেবল কখন, কাঁধ তোমার আকাশ ঠেকে?
সকল ভৃত্যের মাঝে নিজেকেই কেবল,
প্রভু বলে মনে হয়?
হে ছদ্মবেশী ক্ষমতাধর, স্বঘোষিত পুণ্যাত্মা,
তুমি কোটি মানুষের চোখে,
সোজা তাকিয়ে একবার দেখে বলো কোন অঙ্গের
পক্ষাঘাতে নপুংশকেরও মনে হতে থাকে
তার মহিমান্বিত পৌরুষের শেষ বলে কিচ্ছু নেই?
মস্তিষ্কের কোন অঞ্চলে পক্ষাঘাত হয়েছে বলে
সবকিছু, তুচ্ছ মনে করতে করতে
লোভ, অহংকার আর হিংসার জ্বলনে
ছাই করে দিবি তুই জগৎ-সংসার?
No Comments