আজ নাকি ঝড়ো হালখাতা? এইবেলা
তুমি আমি মুখোমুখি পান্থশালায়- আছে ঋণ।
ঋণ আছে। পৃথিবীর কাছে আমি আমৃত্যু দেনাদার।
ভালোবাসা কোনো পলাশীর প্রান্তর নয়।
মরুভূমি বুক নয়; নয় হাহাকার। ভালোবাসা; বিশ্বাস।
ভালোবাসা মানে-
আমি আছি ভয় নেই- আসুক না বৈশাখী ঝড়।
আছে কোনো একান্ত আপন বুক, খোলা প্রান্তর?
বলে দিতে পারে
প্রিয় পৃথিবীতে-
মরার আগেই মরা গোপনীয় নয়; নয় অধিকার-
আবৃত- নিষিদ্ধ-কঠোর আজ্ঞায়। সমধিক বেদনায়
আছে কঠোর এ চৈত্রালি। এর নাম ঝড়ো হালখাতা;
এর নাম ভালোবাসা।
ভালোবাসার নাকি
ভাত নেই, গম নেই, রুটি নেই গমের আটার!
ভুট্টার, যবের, বার্লির: ছাতুও নাকি নেই-
তবুও বাড়ানো হাত, মুখোমুখি হাত-দুটি আছে…
ভালোবাসা এরকমই হয়।
একাকী বাড়ানো হাত দু’টি নিয়ে
তুমি বড় ক্লান্ত, নাহ্!
হাতে হাতে বোঝাগুলি তুলি-
বলো,‘কোথায় কে পর?’
চেয়ে দেখো ঝুড়ির অন্যপাশে চিরচেনা প্রিয় অন্তর।
যদি করো ভালোবাসা ভাগাভাগি এইবেলা সুসময়।
রুটির বেলায় ঠকবে না তুমি। ভালবাসা মানে,
‘মুখোমুখি মাখামাখি আমাদের দু’টো ডালভাত’।
ভালোবাসি বলে একান্তে বিদায় নয়, হালখাতা চাই-
বৈশাখী ঝড়ে আগে যে-ই ঝরে যাই, একান্ত আপন
শোক বুকে মেখে দাঁড়াবো-চিতার সামনে। চিতা যেন
তোমার আমার যৌথ-খামার।
এছাড়াও দেখুন: তেঁতুল ফুল
No Comments