এখনো কি সকালের রোদ পৌঁছেনি তোমার ঘরে
খাকি রঙা জামা গায়ে ডাকপিয়নের মতো?
ঘুম ভাঙা আদুরে ডাকেও বিছানা কি ছাড়োনি এখনো?
কাঁধ ছোঁয় সকালের পূবালি বাতাস।
পূবের জানালাগুলো খোলনি কখনো?
জেনো, ‘ভাবনারা খেলা করে এলোমেলো,
অকারণ দুষ্টুও হয়।’
অস্বচ্ছ কুয়াশার মাঝে অতটুকু আলো,
তাই দিয়ে আঁকা হয় ছড়ানো আঁচল। এতক্ষণে,
সকালের প্রেমে তুমিও কি হয়েছো কয়েদি?
মুখোমুখি মুখ ভাসে চোখে।
মনের জমানো আলাপ বলে দেয় ঠিক ঠিক,
‘কত বাকি সূর্য ওঠার।’ সময় কি থামে?
মনের আগল খুলে উঁকি দেয় খোয়া-যাওয়া প্রেম।
সূর্যকে বলেছি, ‘বলো তুমি, আসছি আমিও;
ডাক পাঠালাম আগে।’
তোমার জন্য কেনা সোনারঙ ভালোবাসা
পাঠালাম সূর্যের হাতে;
রোদ ভেবে ভুল করো না-গো ।
এছাড়াও দেখুন: তুমি
No Comments