(১)
তবে কি ধরে নেব, যখন কোন জন্ম তারিখ-ই নেই,
তখন: জন্মেনি?
অজস্র বিলাপ কেবল তারিখ কুলয়ে ঠাঁসা।
আমিতো জানিনা কবে শেষ।
খুব বেশি বুড়ো মনে হলে: বরমালা দিয়ো না নাহয়।
(২)
এখন, যদি তুমি অদম্য প্রচেষ্টার ফলেও
বিধবা না হও: তোমাকে তো ঘিরে আছে অগণিত পুরুষেরা-
আমি বিশ্রাম নিলেই অন্য কীট, কীটেদের আমন্ত্রণ করে আবারও
বসন্ত তুমি পেতে পারো।
বিবর্ণ জীবন থেকে আলাদা কোন মিমাংসা: বাস্তবিকঅর্থে
আদায়যোগ্য ছিলনা কখনো ।
এমতাবস্থায়, ‘তুমি’ মরলেই কেবল: তুমি মারা যেতে পারো।
(৩)
চেয়ে দেখো, পর্যাপ্ত বৃষ্টি কি আর হচ্ছে!
অনেকেরই সখ নেই ভেজা আর ভেজানোর…
অনেকেই মুড়ি দিয়ে ঘোমটায়, ঢেকে নেয় তাপে পোড়া ক্ষত।
(৪)
সে সময়, আত্মাটাও খোলস পরেই-এসেছিলো।
খোলস পরিহিত আত্মা
আরেকটা খোলস পরিহিত আত্মার কাছে-দেহ চাইলো!
(৫)
ইদানীং,
মেঠো কোন গলিপথে আবারো যাবার আগে ভেবে নিতে হয়
অক্ষয় তৃতীয়ার রাতে বনে বনে ডাকে কী না প্যাঁচার শাবক।
আহামরি চাঁদ উঠে থেমে গেছে সন্ধ্যার কালে
বাকি রাত কেটে যাক চোখে নিয়ে-চাঁদ।
No Comments