হৃদয় কেমন তুচ্ছ ভাবো! তুচ্ছ বিয়ের ঝি!
তুচ্ছ যেমন মজুর চাষীর গরম ভাতে ঘি!
তুচ্ছ যেমন শীতের পোশাক, তুচ্ছ চোখের জল!
তুচ্ছ হলো বৃদ্ধ লোকের হারানো সম্বল!
তুচ্ছ যেমন জোয়ান মরার এতিম শিশুর ‘থাকা’!
তুচ্ছ যেমন পুরাণ প্রেমীর মৃত্যু মনে রাখা!
তুচ্ছ যেমন লাটের বাটাম, পিঠের কালশিটে!
তুচ্ছ হলো ছাড়িয়ে দেয়া ঠাকুরদাদার ভিটে!
তুচ্ছ যদি তুচ্ছ ভাবো শ্রেষ্ঠ কী আর কী?
তুচ্ছ হলো জীবন নামের শ্রেষ্ঠ ইয়ার্কি!
1 Comment