চোখে তার লেপে দেয়া স্বর্ণ কাজল।
শেকলের বেড় তার ছায়া;
নিষ্পাপ হৃদয়ের ছোঁয়া হিম হিম
অনুভবে চুপচাপ বাঁধে।
যার লাল পদ্ম ঠোঁটে, অমানিশা চুলে:
ছন্দ খেলে,
ফেলে এসে পৃথিবীতে অতি প্রিয় ‘শব’
কীভাবে সে ‘প্রিয়া’ হতে পারে!
বিছানো শিমুল ছুঁয়ে হাতের নাগালে
রাশি রাশি বিকেলের আলো
ঠিকরে ছড়িয়ে গেছে হৃদয়ের কোণে;
তন্ত্রীতে তান যেন স্বর্গের খেয়া।
এমন হৃদয় যার,
তার সাথে শিমুলের মন দেয়া-নেয়া।
ছন্দে ছন্দে চলা রূপসী পয়ার
বাঁকা ছাঁচে কেড়ে নিল মন। পড়ে মনে
হৃদয় দুয়ার খুলে অলীকের যাওয়া।
দেখে তার বিস্মিত রূপ, ছোঁয়া লেগে:
ধুতরার কুল, স্নিগ্ধ আলোয় নেয়ে
সকালে তা হলো ঘাসফুল।
‘ঘেটু অনুভব’ ছিল যা আঁধারে গোলা,
মুছে গেল সব! মুছে গেল শব।
এছাড়াও দেখুন: নিম তিতা
No Comments