তুমি কি কখনো দেখেছো আমায় কোনোকালে?
হতে পারে মনে নেই, তুমিতো স্মৃতিভ্রষ্ট।
তুমি কি কখনো চিনতে আমায়, একান্তে হয়েছিলো পরিচয় ?
খুঁজে উল্টে দেখো স্মৃতির অ্যালবাম, পেয়ে যেতে পারো
আমার স্মারকলিপি। হতে পারে তোমার তা মনে নেই,
তুমিতো শিকেয় তোলা কষ্ট আমার।
অথবা তুমি ভুলে থাকো সেচ্ছায়,
অথবা মনে রাখবার নেই কোনো প্রয়োজন।
মনে পড়বার সবটুকু আয়োজন, অনেক আগেই
পণ্ড করেছো তুমি।
তুমি কি আমাকে ভেবেছো আবর্জনা,
ডাস্টবিনে ফেলা গলিত শেয়াল?
আমাদের দেখে একদা এক তারা জ্বলজ্বল করে উঠেছিলো,
কেঁপেছিলো ইর্ষায়
অত্যন্ত অভ্যস্ত পথচারীর মতো মোড়ের কুকুর দেখে
তার মুখে আঁকো কি আমার অবয়ব ?
সেই ভাবনায় পড়ে আছি আস্তাকুঁড়ে,
একবার যদি তুমি ভাগাড় ভ্রমণে আসো! ধন্য হবো।
আমি আগেও ডাকতাম এখনো তোমায় ডাকি,
আমি আগেও ভাবতাম এখনো ভাবি,
সত্য-অসত্য সকল খবর বুুঝি তোমার ঝুলিতে ভরা!
তুমি কি দেখেছো, আমাদের মুখোমুখি যৌথ জেঞ্জাল?
আরও পড়ুন – >>> বিজোড় দর্শন
No Comments