কারো কারো দেখা হোক যুগ যুগ পর।
মনের গহনে ততোদিন জমা হতে থাক
প্রিয়-প্রিয় শব্দের গুচ্ছ; খবরের আগমনী খবর।
ততদিন তেঁতুল বাগান বাড়ুক ধীরে।
তেঁতুলের ফুল কিছু মনের গভীরে আছে।
ওরাও ফুটুক।
যতক্ষণ দুরত্ব আছে ততক্ষণ দুরন্ত প্রেম;
যতক্ষণ আড়াল, অপেক্ষা ততক্ষণ!
তেঁতুলের নিষিক্ত ফুল
তোমাকে তো তেঁতুলই দেবে।
‘সকলেই তেঁতুল ভালোবাসে’,
মুখফুটে কীভাবে তা বলি!
এছাড়াও দেখুন: বিরূপাক্ষ স্রোতে কুশলী রন্ধন
No Comments