দিনটা তোমার জন্য, রাত্রিটা আমাদের।
জাঁকজমকের ভিড়ে, লাল রঙা শাড়িতে
আলতা পায়ে, গোলাপী রঙিন ঠোঁটে আমাদেরই কথা বলো।
অভিনন্দিত ভাষা আমজনতা খুঁজে পায় না কখনোই ।
তবু, আমি অপেক্ষায় থাকি, পিছু ফিরি ফের।
আজন্ম লালন করা যুবক যুবক তৃষ্ণা
তাড়িয়ে নিয়ে যায়, অন্ধকারের উষ্ণতায়
একাকী দিবস জাগে বভুক্ষু সহীস।
তুমি ঘোটকী হতেই, পিঠে চাপতেই, সময়
চাবুক চালাবে। তুমি ক্ষতবিক্ষত, আদুরে চোখে
চাও বা না চাও কোনো ক্ষতিই নেই।
চিরকালীন হুল্লোড়ে ক্লান্ত হও,
আমাকে ঘৃণা কর, ভালো না বাসো,
ক্ষতি নেই, আমি গলা টিপে মারি ভালোবাসাদের।
যদি নাও চাও তবুও মৃত্যুর এ-আয়োজনের বিনিময়ে,
দিনটা তোমার জন্য, রাত্রিটা আমাদের।
No Comments