কী এমন সংস্কৃতির দায়ে গুণীদের চুপচাপ বসবাস;
কারো কারো মাথা থাকে না? যার যার মাথা থাকে
চোখ থাকে অন্য মাথায়? থাকে তো থাকুক চোখ
হৃদয় বা কেন!
হৃদয় বদলে গেছে থ্যাবড়ানো কাদায়!
পেটের বেলায় শুধু একে খেলে অন্যের পেট ভরে না!
নারকেল মালাই মাথা, প্যাঁচপেঁচে গুবরে ঘিলু, ক্যাঁতকেতে
প্যাঁক-কাদা হার্টগুলো বয়ে নিয়ে অনেকেই নাইতে নেমেছেন।
কারো প্রসংশায় যখন কেউ পঞ্চমুখ হন,
আমরাও একসাথে বাহ্ বাহ্ করি।
কেউ যখন বিপরীত বলেন-বললেন,‘ পাতে দেয়া যায় না’,
আমরাও একযোগে বলি, ‘পাতে দেয়া যায় কই,
এও-কি পাতে দেয়া যায়?’
এলসেসিয়ানের জন্মদিন কি বিবাহে
কারো ভাই, কারো বোন, বন্ধু বা পরিজন
শখে কি স্নেহে বললেন, ‘বেশ বেশ’, আমরাও বললাম, ‘বেশ বেশ।’
মাল্টি লেভেল মার্কেটিং চলল, আমরা বললাম, ‘বেশ বেশ।’
কর্পোরেট সেল চলল, আমরা বললাম, ‘বেশ বেশ।’
নির্গুণ গুণী হলো আমরা বললাম, ‘বেশ বেশ।’
গুণীজন গড়াগড়ি খেল, আমরা বললাম, ‘বেশ বেশ।’
অনুশোচনা থাকতে নেই, উত্তাপ থাকতে নেই।
বোবার শত্রু নেই। আহাম্মকের জাত নেই।
ভালো আর ভালোলাগা হামেশাই গিলে ফেলি আমরা।
নীরবতার নামে আচাভুয়া মার্কেটিং-
সযতে সাজানো নকল জগতে চটকে ফোকাসে ধাঁধায় চোখ।
ততক্ষণে আলোগুলো নিভে গেছে।
No Comments