থিবিসের পথে পথে যখন যুদ্ধ শেষে
পড়ে থাকা ছোড়া তির, লুটানো ধনুক, মৃত বর্ম,
শিরস্ত্রান
এবং তলোয়ার শকুনির শ্যেন-দৃষ্টি মেলে কুড়াতাম
(কুড়াতাম আগত যুদ্ধের নতুন রসদ হবে বলে)-
শুনুন,
তখনো স্ফিংসের পলেস্তারা খসেনি। কখনো সরাসরি,
কখনোবা গলিয়ে নতুন নতুন ছাঁচে:
তখনও পুনরায় মারণাস্ত্রের জন্ম হতো!
বহুমূল্য ব্রোঞ্জ! খুঁচিয়ে খুঁচিয়ে কতবার যে আমরা
স্ফিংসের পলেস্তারা খসাতে চেয়েছি…
অথচ দেখুন, সেই শ্রীমান স্ফিংস আজ ইতিহাস!
খসে যাওয়া
পলেস্তারায় ব্রঞ্জ নয়, সময়ের দাঁত বসে আছে!
আমরা আটকে গেছি বিগত দাঁতেই
1 Comment