কে আর বললো বলো আমাদের কথা।
শীল গাঁয়ে রাতভর খোসাহীন…
যম শীত পার করে শেষে প্রায় মরে আছি
সে সময় কুয়াশা শিশির!
(মরণের এই ব্যথা শীতকাঁটাময়।)
কুয়াশার জলে ভেজা হিমেল হাওয়ায় মৃত্যুর রূপে দেখি ‘যমদূত’…
তব্ওু যুদ্ধে বাঁচি!
কাকভেজা-সুখ ছুঁতে ছুঁতে বুঝে গেছি, ‘তুমিই জীবন।’
(কোমলে কঠিন এক ফুলেল পাষাণ!)
কে আর শুনছে বলো আমাদের কথা,
এতো কার দায় আছে পাষাণের ভেদ জানাবার!
No Comments