চুপচাপ মরার মতন পড়ে থাক্।
বিপদেরা এসে, ভালুকের মতো গন্ধ শুঁকে শুঁকে চলে যাক।
কানে কানে তোকে কে, কী বলে গেল-
ভালুক অথবা বিপদ সঙ্গোপনে, কথাগুলো একান্ত গোপনীয়;
কাউকেই তোর রক্তমাখা জামাটা দেখাস না।
যে মাঠ গ্রীষ্মের বাতাসে ওড়াতে রঙিন ঘুড়ি দাঁড়াতে দিলো না,
যে আকাশ, দাঁড়কাক ভেবে- ঘুড়ি তোর ফিরিয়েই দিলো;
সেই মাঠে, সেই আকাশের নিচে
একদিন খুঁজে পাবি ঠাঁই এরকম অলীক আশায়
কাটানো রাতের শোকগাথা শোনানোর আগে, শতবার
খুব করে ভেবে নিস। তারপর আবারো না হয়
কোনো এক খুব শুভ দিনে অভিমানে, আবেগে ভাসিস!
শাসিত নদীর মতো শান্ত থাকিস! এইবার তোতাপাখি হতে শেখ!
চুল হলে এলোমেলো বাতাসের বেগে:
বাতাস আড়াল করে, আলুথালু চুলগুলো
তড়িঘড়ি পরিপাটি হোক ।
এবার না হয় তুই চুলগুলো আঁচড়েই নিস।
নতুবা, দিনমান অন্ধ বাদুরের মতো তড়িতের তারে ঝুলে থাক।
মরে গেলে কেটে খাক কয়েকটা ইঁদুর।
এছাড়াও দেখুন: একা দেবদারু
No Comments