দুঃখ থেকে গেলো; তোমাকে খুঁজে পেলাম না।
আলোয় খুঁজেছি, খুঁজেছি অন্ধকারেও–
হাতড়ে খুঁজেছি, সাঁতরে খুঁজেছি, অলিগলি, আঁতিপাঁতি,
মনে মনে, গভীর দর্শনে খুঁজেছি।
পুনরায়…
গহন বনে একটা পিঁপড়ে যেমন; আচ্ছন্ন ঘুমে পিনপতনের শব্দ যেমন;
মজুরের কলের গানে কাশির শব্দ যেমন–উপেক্ষিত,
তেমনই উপেক্ষিত আত্মার অস্তিত্বে তোমায় খুঁজে-খুঁজেও: পেলাম না ।
একটাই দুঃখ থেকে গেল মনের গহনে: তোমাকে খুঁজে না পাওয়ার।
আরো পড়ুন: মধ্য রাত্রির কবিতা
1 Comment