“কাঁদিস? ক্যান! তয় কি মোচড় দেয় বুকের ভেতর,
মনডা পুড়ায় আমার জন্যে?”
“অনামুখো মিনষে, খিদেয় মোচড় দেয় মরার পেট,
পেট পুড়ায় ভাতের খিদায়, খালি পেটে পিরিত জমাস ?”
জীবন মানে ধান বন্যার কাব্য, না পিরিতির গান।
ভাত দিবি, ভাত?
ক্যান দানায় দানায় দানব কষে ছক?
হয় ক্যান ভর্তি পেটের মত্ত অহংকার?
লুটোয়ে পায় ভিক্ষে চাওয়া ভাল্লাগে না আর!
যদি পাওনা থাকে, হয় যদি ভাত জন্ম অধিকার,
আয় এক কাঁতারে দাঁড়া, দাঁড়ায়ে বল, ভাতের থালা কার?
ভাতের থালা ভাতের থালা, ভাত কি কারো কেনা?
না পেলে ভাত, জানবি, শষ্য নামের দানা, গোলাম কারো না।
তয় কি বৃদ্ধ হয়্যা গ্যাছো মন!
সারাক্ষণ ক্যান ভাবো কাইল কী খাবা,
ছানাগুলোর দানা জুটবো কি না।
বাঁচবার চাও, আকড়ায়ে ধরো ? খড় কুটাডাও!
ওইভাবে কিডা বাঁচিছে কবে ?
আহাহা ভাতের কী দাম!
গতরে মাইরের কালশিটে, তুমি কও জন্মদাগ!
আমি কই, তবু তো- ভাত দিবো!
Read More ->>> যার যার বাঁক ভালো লাগে
No Comments