চলে যাচ্ছি নক্ষত্র ছাড়িয়ে দূরে,
সাগর যেখানে কচুরিপানায় ভরা।
আমি আজ তোমাদের দিকে হাত বাড়াবো না;
হাতে আজ উইলফ্রেড তবু হাত
কার্তুজে গড়া।
উইলফ্রেড ওয়েন কখনোই যুদ্ধ চাননি;
তবু তার ঘরে ফেরা হলো না। সেই থেকে
অমিয় নক্ষত্ররাজি ভাসমান-
অচলা হবার সাধে কবিও স্নাতক আজ।
বিশ্ব যুদ্ধে চলে! প্রথম, দ্বিতীয়, তৃতীয়,
চতুর্থ ছাড়িয়েও হয়তো আরও অনেকবার
হানা দেবে বেওনেট, ট্যাঙ্ক, ফ্যাটম্যান-
এসবের ভীড়েও
কোনো কোনো কবি র্যাঁবো হন, মেলানোভস্কি হন,
কারো কারো যুদ্ধ সিলভিয়া প্লাথ এর মতো।
তবুও নক্ষত্র,
নক্ষত্র ছাড়িয়ে যেতে আত্মাকে হত্যার মতো পথ
কখনোই বেছে নেবে না।
No Comments