কালো যুগ হয়েছে কি শেষ!
নিকষা কি নিপাত গেছে?
নিকষা নিপাত যাক,
‘নিষ্কৃতি’ পাক: যাই-ই ঘটুক,
‘নিকষার বাণী’ সে কি যুগের বিবেচ্য নয়?
দৃঢ় না থলথলে দেহ, হাড় নাকি পেশি,
খাটো নাকি লম্বা, নাকি সে নারী-ই
তাও নাকি জানা নেই কারো!
তবুও নিকষা রাজমাতা যুগে যুগে!
ভাবো, ‘কী এমন বোধ বারে বারে
ডুবছে নিকষ অন্ধকারে!’
কী লাভ! কী লাভ বাদ-অনুবাদে?
প্রয়োজনে রাজসাক্ষ্যে ‘আদৌ
হরণ বলে হয় না কিছুই’ লিখে দেবো তাও!
চলে যাও। খুশি হয়ে এইবার
চলে যাও অস্তাচলে। পুত্র আমার,
যাও; আপাতত সাক্ষীদের স্বস্তি দাও।
আরো জানুন: ছুঁয়ে দেখো রূপকথা
No Comments