সুদীর্ঘ আশিটি বছর পেরিয়ে আসার পরও,
তোমাকে কি ক্ষণজন্মা বলা যায়?
হয়তো তোমার মতো হতে পারা গেলো না!
তবুওতো কিছুটা সময় পেরিয়ে এসেছে?
আশি কিম্বা তারও অধিক বছরের বিনিময়ে নয়,
তোমাকে ছুঁয়ে-স্পর্শে তোমার
সেও আজ ঠিক যেনো মহিরুহ কেউ!
তুমিই বলো না বাবা…
কে এমন অতল গভীরে ডুবে আছে;
অমন নিপুন ডুবুরি এ জগতে কে আর তোমার?
প্রাণ ফুঁড়ে কালে কালে জেগেছে যে দীর্ঘায়ূ পিতা,
তাকেই না সন্তান বলে! তাকেই কি শিশু বলে না?
বাবা, সুদীর্ঘ আশিটা বছর পেরিয়ে আসার পরও
‘তুমি তার কে’, তুমি কি তা জানো?
No Comments