মন যখন শরীর থেকে আলাদা হয়ে চক্রাকারে
ঘুরতে থাকে: একবার হয়েছিল সেরকম;
তখন আর বাঁচতে ইচ্ছে করেনি।
এর আগেও বহুবার আমি চক্রাকারে ঘুরেছি
কন্যাকুমারীর পাদদেশে,
ধানগুলোকে রাখতে চেয়েছি গোলায়
(এবং আগাম);
তারপর-তো, মন-ই চাইলো না আর।
চক্রভেদ শেষে ক্রমশঃ হালকা হয়ে একবার তো
দেহটাই উড়ে যাচ্ছিল…
সেবারে ডালপালা ধরে আটকেছি;
এবারের দেহটা পচে যাচ্ছে।
No Comments