আশ্চর্য জড়বৎ প্রতিধ্বনি! ডিঙিয়ে পাহাড়
শব্দ কি নাদব্রহ্ম আকাশে সাঁতার সাঁতার খেলে!
কে এমন:
ত্রিতাপ জ্বালায়, দুঃখে, অনলে না জ্বলেন;
না পোড়েন রোগে কি জ্বরাগ্নিতে;
না কাঁপেন প্রতিকূল ঝড়ে;
মৃত্যুর মুখোমুখি নন?
বিধাতা প্রতিধ্বনিত হলে হিরণ্যগর্ভে প্রাণের উদয়,
পিন্ডের জীবন হয় মানুষের মতো।
বিধাতা প্রতিধ্বনিত হলে তবেই প্রেম।
নতুবা প্রেম প্রেম নয়, দুঃসাহস।
নতুবা মৃত্যুও মৃত্যু নয়, ধ্বংস।
জন্ম পুনরায়, মরণ পুনরায়, জননী জঠরে শয়ন পুনরায়,
সংসারে খল দূরাচার হতে করুণায় প্রভু দাও পরিত্রাণ।
দুঃ মনুষ্যবৎ বিবিধ অরণ্যে সর্ব জীবাশ্ম জ্ঞানে জয়োস্তু ঈশ্বর চিরায়ৎ।
আরো জানুন: নিকষা নিপাত
1 Comment