কেন, মনে হয় আমি ভাসমান কোনো
নাবিকের সাথী যেন?
লবণ লবণ গন্ধে, হঠাৎ জাহাজ বন্ধে,
সাগর দ্বীপের মাঝে যে কোনো এক প্রান্তে,
অনভ্যাসে ভাসতে যেয়ে হারিয়ে দিশা
লবণ নেশা আমায় কেন চেনো?
কেন?
মণিও নয় মাণিক্য নয় একটুখানি
পাতাল বিজয় হন্যে হয়ে খোঁজো।
তালপাতাদের গল্প কিছু অল্প হলে চলে
দু’চোখ খুলে পাই না যাকে,
পাবো দু’চোখ বুঁজে– এমন কথাও মানো?
কেন?
আয়না বলে আসল না সে,
আমার প্রতিবিম্ব। আমার প্রাণে ওর
যতো সব দ্বন্দ্ব, গন্ধ পেলে হঠাৎ
ছুটে এসে ফোঁটায় ফোঁটায় দুঃখ হয়ে ওঠে।
আমায় দেখে কুঁচকে যাবেই ভ্রু–
চোখের কোণে প্রবাসী অশ্রু। জানো কি,
কেন?
আরো পড়ুন: আমার মাত্র সতেরো
No Comments