কিভাবে ছুঁয়েছে বলো?
কে কিভাবে ছুঁতে চাও?
বলো, কে কিভাবে ছুঁয়েছো আঁধার?
সেই এক নাকিসুর কেন বারবার?
ছুৎ-মার্গে নাকি; ভূ-স্বর্গে আর
জাত যায় না! ছুঁলে অন্য কেউ
গা ঘিন-ঘিন; করে না আগের মতো!
ক্রেতার দখলে পিঠ-পেট, জন-জাতি,
দেহ-মনে অন্ধ ক্ষত। অন্ধকার
আজ যার জলভাত, তাকে
আজ ছোঁয়া যেতে পারে; যেভাবে খুশি!
যার খুশি ছোও যতো!
যেমন খুশি ছোঁও! যেমন খুশি ছোঁবে?
যেমন যেমন খুশি তেমন তেমন; ছোঁও!
ছোঁও শব আয়েশি মোহোৎসবে!
রথী, যদি আজ রথ ভাঙি, ভাঙি গো শপথ,
জীবনের হবে; এ প্রথম হার! বলবে কি,
“বেহুলা-সতী”?
লে-লে বাবু আট আনা, লে-লে বাবু ছোঁ,
ছোঁ-ছোঁ; আশ মেটা…..!
আরো পড়ুন: অন্য আঁধার