বিবিধ ঘোড়সওয়ার, সাঁওতালি ঘোড়ায় চড়ো…
বুনো ওল, বুনো মোরগেরা বশ মানে!
বিষাক্ত তিরের নাগালে মারাং বুরুর আকাশ-
নীল নীল অনেক আকাশ কালো হয়ে আছে।
একত্রে ছৌ নাচ নেচে যায় যারা,
তারাও বলে,‘ওরা ভাসমান বাইদানি হোক।’
আমাদেরও ‘ব্রুটাস’ আছে!
আমাদেরও ‘সেলুকাস’ আছে!
‘মীরজাফর’, ‘মীরমদন’ সকলেই আমাদের!
এসবে চকিত নই-
বড়জোর মরে যাই অকালে…
এছাড়াও দেখুন: রোস্ট
No Comments